নিজস্ব প্রতিবেদক: টানা তিনদিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল ৯টা থেকে রাজশাহীতে আবারও শুরু হয়েছে করোনায় র্যাপিড এ্যান্টিজেন টেস্ট। সকাল সাড়ে ১০টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড়ের পরীক্ষাবুথ পরিদর্শন করেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু। এ সমেয় উপস্থিত ছিলেন সমাজসেবক সাইনুল হোসেন সাইরান।
পরিদর্শনকালে তিনি বলেন, ক্রমন্বয়ে দেশব্যাপি করোনা মহামারী আকার ধারণ করতে যাচ্ছে। এখনও সতর্ক না হলে এবং সরকারী নির্দেশনা না মানলে ভয়াবহ আকার ধারন করতে পারে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে পরীক্ষার কোন বিকল্প নাই। আজ থেকে প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে পূর্বের ন্যায় এই টেস্ট হবে জানান তিনি। তিনদিন পরীক্ষা বন্ধ থাকায় সাময়িক কষ্টের জন্য জনগণের নিকট তিনি দু:খ্য প্রকাশ করেন।
কাউন্সিলর আরো বলেন, যারা সংক্রমিত হচ্ছেন তারা অবশ্যই নিজ দায়িত্বে চৌদ্দদিন হোম কোরাইন্টাইনে থাকবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবেন। প্রয়োজনে মেডিকেলে ভর্তি হবেন। এছাড়াও কোন কিছুর দরকার হলে স্ব স্ব ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন তিনি। সেইসাথে করোনা সংক্রমণ থকে বাঁচতে সরকারী বিধি নিষেধ মেনে চলার আহবান জানান তিনি।
উল্লেখ্য নগরীর আমচত্বর, কাশিয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, সিএন্ডবি মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, ভদ্রার মোড়, তালাইমারীর মোড়, বিন্দুর মোড়, টুলটুলিপাড়া হেলথ সেন্টার ও ভ্রাম্যমান ভাবে এই টেস্ট চলছে। রাজাশাহী সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী আজ সোমবার সব কেন্দ্র মিলে মোট ৬৩৫ জনের টেস্ট করা হয়। এর মধ্যে ৬১ জনের দেহে করোনা পজেটিভ আসে। এর শতকরা হার ৯.৬০ভাগ।