নিজস্ব প্রতিবেদক: ২১নং ওয়ার্ডের শিরোইল নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই বাবলুর (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীর ছোট চাচা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় রাসিক মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে আজ সোমবার (৫ জুলাই) বিকেল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল হাই বাবলু।