নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপি একের পর এক চলমান লকডাউনে সব কিছু বন্ধ থাকায় খেটে খাওয়া মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে। এই সকল কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আরএমপি এয়ারপোর্ট থানার আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, চলমান লকডাউনে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। সরকারী বেসরকারী অফিস সমুহ বন্ধ এবং কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল কিছু বন্ধ রয়েছে। সেইসাথে বন্ধ রয়েছে নিত্যপন্য বহনকারী যানবাহন ছাড়া সকল প্রকার যানবাহন।
তিনি বলেন, এই সকল সেক্টরের মানুষগুলো কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবনযাপন করছে। তারা লজ্জায় কাউকে বলতে পারছেন না। সরকার খেটে খাওয়া কর্মহীন এই মানুষগুলো জন্য সর্বদা চিন্তা করে যাচ্ছেন। এর ফলস্বরুপ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঐ সকল জনগনের মধ্যে আরএমপি খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বলে উল্লেখ করেন কমিশনার।
তিনি আরো বলেন, সরকার জনগণকে বাঁচানোর জন্য দেশের অর্থনৈতিক চাকা অচল করে দিয়ে দেশব্যাপি কঠোর লকডাউন দিয়েছে। এই লকডাউন সফল করতে পুলিশ বাহিনী সর্বদা মাঠে কাজ করে যাচ্ছেন। পুলিশ জনগণকে ভাল রাখতে নানা কর্মসূচী পালন করছেন। জনগণের চলাচল নিয়ন্ত্রণসহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলে জানান তিনি।
কমিশানর জনগণকে সরকারী বিধিনিষেধ মেনে চলার আহবান জানান। সেইসাথে বাড়ির বাহিরে আসলে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেন তিনি। বক্তব্য শেষে তিনি ২০০জন কর্মহীন, অসহায় দরিদ্র মানুষের মধ্যে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ও হাফ লিটার সয়াবিন তেল একসাথে প্যাকেট করে প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম ও মজিদ আলী, এডিসি নূরে আলম ও এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।