নিজস্ব প্রতিবেদক: সুরের যাদুকর, বাংলা গানের কিংবদন্তী শিল্পি এন্ড্রু কিশোরের আজ মঙ্গলবার(৬ জুলাই) প্রথম প্রয়ান দিবস। আজকের এই দিনে তিন কোটি কোটি ভক্তকে চোখের জলের সাগরে ভাসিয়ে পরপারে চলে যান। তিনি দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে পরলোক গমন করেন। মহান এই শিল্পির আত্মার শান্তির জন্য নগরীর অলোকার মোড়, দরিখরবোনা ও শান্তির মোড়সহ বিভিন্ন স্থানে গরীব অসহায় ১৫০ জন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী হিসেবে পনের কেজি চাল বিতরণ করা হয়। ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের আযোজনে তাঁর পরিবারের পক্ষ থেকে এই চাল বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু, ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এও মইনুল ইসলাম খোকন, সহ-সভাপতি সাবিনা আনজুম শাপলা, এন্ড্রু কিশোরের মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা, অর্থ সম্পাদক ইথার বাবু, প্রচার সম্পাদক সঞ্জু ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লেলিনসহ অন্যান্যরা।