নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীর চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে। বিশেষ করে করোনা ইউনিটের রোগীদের অক্সিজেন সেবা ব্যাহত হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় করোনার রোগী সামলানো বেশ কষ্টসাধ্য হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতাল এলাকায় বিদ্যুতের আসা-যাওয়া শুরু হয়। কিছুক্ষণ পরপরই বিদ্যুৎ চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর আসছে, আবারও চলে যাচ্ছে।
এখানকার রোগীর স্বজনদের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাট হয়েছে ১০ থেকে ১২ বার। এতে সব থেকে বিপাকে আর ঝুঁকিতে করোনা ওয়ার্ডের রোগীরা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, পুরো হাসপাতালেই বিদ্যুৎ বিভ্রাট চলছে। বিদ্যুৎ গেলে ২০-২৫ মিনিট থাকে না। এ সময় রোগীর সেবা নিশ্চিত করা খুবই কঠিন হচ্ছে। বিশেষ করে করোনা ওয়ার্ডে যাদের অক্সিজেন দিতে হয় তাদের সেবা দেওয়া কষ্টসাধ্য হচ্ছে।
তিনি বলেন, জেনারেটর দিয়ে সব অক্সিজেন সরবরাহ সম্ভব হয় না। এ সময় অক্সিজেন সিলিন্ডার দিতে হয়। আমাদের নানান ঝামেলা হয়। এজন্য নেসকো ও গণপূর্ত কর্মকর্তাদের ডেকে পাঠানো হয়। তারা একে অন্যের দোষ বলছিল।
আমি তাদের বলে দিয়েছি কার দোষ জানি না, আমাদের বিদ্যুৎ লাগবে। ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।