বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় আছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। প্রথম সিনেমা ‘কেদারনাথ’ মুক্তির পর একে একে ‘সিম্বা’, ‘লাভ আজকাল’ এবং ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি ‘আতরাঙ্গি রে’ সিনেমার কাজ শেষ করেছেন সারা। যেখানে তিনি অভিনয় করেছেন সুপারস্টার অক্ষয় কুমার এবং দক্ষিণী তারকা ধানুশের সঙ্গে। সিনেমাটির নির্মাণে আছেন আনন্দ এল রাই। এই সিনেমায় সারার কাজ বেশ পছন্দ হয়েছে আনন্দের। সেজন্য তিনি নতুন আরেকটি সিনেমায় সারাকে চূড়ান্ত করেছেন। সিনেমার নাম ‘নখরেওয়ালি’।
এই সিনেমার গল্প আবর্তিত হবে সমকামিতাকে ঘিরে। মূলত সমকামিতার বিষয়ে সমাজের মানুষকে সচেতন করার লক্ষ্যেই সিনেমাটি নির্মিত হবে। এতে সারা আলী খানের সঙ্গে থাকতে পারেন অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি কৌশল।
শোনা যাচ্ছে, ‘নখরেওয়ালি’ সিনেমার গল্পে এমন একজন পুরুষকে দেখা যাবে, যিনি ভেতর থেকে নিজেকে মেয়ে মনে করেন এবং মেয়েদের মতোই পোশাক পরেন, চলাফেরা করেন। তার সঙ্গেই থাকছেন সারা আলী খান।