নিজস্ব প্রতিবেদক: কাঁটাখালী পৌরসভায় অসহায় ও দু:স্থ বাস-ট্রাক শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ শুক্রবার সন্ধ্যায় মাসকাটাদীঘি স্কুল মাঠে মোট ১২০০ জন শ্রমিকের মধ্যে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
রাজশাহী জেলা প্রশাসন ও কাঁটাখালী পৌরসভার আয়োজনে কাঁটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাখরাবাজ হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল জামাল উদ্দিন আহম্মেদ। এছাড়াও পৌরসভার অন্যান্য কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।