নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা সংক্রমণ দেড় বছরের বেশী সময় হয়ে গেছে। এই করোনায় বহু লোক আক্রান্ত ও মারা গেছেন। এখনো আক্রান্ত ও মৃত্যুর মিছিল বেড়েই চলছে। করোনা থেকে জনগণকে রক্ষা করতে সরকার একের পর এক লকডাউন দিয়ে যাচ্ছে। এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়ছে। শুধু তাই নয় করোনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারগুলো আরো বেশী অসহায় হয়ে পড়ছে।
ঐ সকল করোনা আক্রান্ত রোগিদের পাশে দাঁড়ালেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তিনি গতকাল শনিবার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বালুদিয়াড় গ্রামের করোনা পজেটিভ আংগুরার পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, ফল ও ঔষধ তুলে দেন।
এ সময়ে আবু সাইদ চাঁদ বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত এবং শত শত মানুষ মৃত্যুবরণ করছে। কোনভাবেই থামছেনা এটা। বিভিন্নভাবে জনগণকে করোনা প্রতিরোধে সচেতন করে তুলতে সরকারী ও বেসরকারীভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দল সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপিও শুরু থেকে অদ্যবধি করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে আর্থিক ও অন্যান্য সহযোগিতা করা হচ্ছে। এই সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে জলে জানান তিনি। সেইসাথে সকল মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান এবং মাস্ক পরার পরামর্শ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সিনিয়র বিএনপি নেতা অধ্যাপক ইউনুস আলী তালুকদার, চারঘাট পৌরসভা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল হক, শলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাষ্টার, চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক জায়েদুল ইসলাম কাজী, ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, যুবদল নেতা ইসমাইল হোসেন, জরিপ ও শরিফুলসহ অনান্য নেতৃবৃন্দ।