নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আজ রোববার নগরীর ১৯ নং ওয়ার্ড ভদ্রা পারিজার লেক সংলগ্ন বস্তির ২০০ পরিবারের মাঝে রাসিক মেয়রের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বস্তির ২০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল ও ১ কেজি করে ডাল প্রদান করা হয়েছে।
উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন ও ১৯নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মঞ্জুসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।