নিজস্ব প্রতিবেদক: ‘মানবতার সেবায় আমরা” এই স্লোগান নিয়ে সম্পূর্ণ সেচ্ছাসেবী সংস্থা স্বপ্নযাত্রা নগরীর মীরেরচক এলাকায় ১৫০ জন অসহায়, দু:স্থ ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের রাজশাহীর পরিচালক সামিউল আরেফিন, সদস্য তাবাস্সুম, তরিকুল ইসলাম, আবীর হোসেন, আব্দুল্লাহ, মঞ্জুর রহমান মুন্না, মোমিনুল ইসলাম, সুরাইয়া সুলতানা, মিঠু, মুক্তা, রাজ্জাক ও মেহিদিসহ অন্যান্য সদস্যগণ।
পরিচালক সামিউল আরেফিন বলেন, প্রতিষ্ঠানটি এ বছরের পহেলা জানুয়ারী ঢাকায় প্রতিষ্ঠা লাভ করে। এ থেকে মানবসেবায় কাজ করে যাচ্ছে। তারা মুলত পথ শিশুদের মধ্যে প্রতিবার শনিবার বিনামুল্যে রান্না করা খাবার বিতরণ করেন। এছাড়াও বর্তমান করোনা কালীন সময়ে অসহায়, দু:স্থ ও দরিদ্রদের কথা চিন্তা করে তারা খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে। এই ধারা তাদের অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের স্বপ্নযাত্রার কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলেন, ঢাকার ন্যায় রাজশাহীতেও প্রতি শনিবার পথ শিশুদের মধ্যে তারা রান্না করা খাবার বিতরণ করছেন। এছাড়াও এক সপ্তাহ পূর্বে আরো ১৫০ জন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বলে জানান তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল ও আলু।