নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ১ লাখ ৮৮ হাজার জাল টাকাসহ এক যুবককে আটক করেছে র্যাব। আজ বুধবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক যুবকের নাম আজিবর আলী। তাঁর বাবার নাম ময়েজ উদ্দিন ওরফে মজু। বাড়ি নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি কড়াইতলা এলাকায়। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
র্যাব জানিয়েছে, আজিবর আলীর কাছ থেকে এক হাজার টাকার ১০০টি ও ৫০০ টাকার ১৭৬টি জাল নোট জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।