বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে ডিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক ঔষধ উদ্ধার, আটক ৩

  • প্রকাশ সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৮৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক ঔষধসহ ৩ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার বাগমারা থানার দেওপাড়া মধ্যপাড়া গ্রামের এছার উদ্দিনের ছেলে মাহাবুব আলম (৩৩), হাট গাঙ্গোপাড়া গ্রামের দুলালের ছেলে আশিক (২০) ও বানাইপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে সোহেল রানা (২৬)। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল ও ভেজালপন্য মুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি।

এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আশিক ইকবাল ও তার টিম গতকাল (১৩ জুলাই) ২০২১ তারিখ সকাল থেকে মহানগরী এলাকায় মাদক ও চোরাচালন উদ্ধার এবং অন্যান্য অভিযান ডিউটি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি ট্রাক বোঝাই ভেজাল কীটনাশক ঔষধ বহন করে শাহমখদুম থানার আমচত্বর মোড় দিয়ে বাগমারার দিকে যাবে।

এই সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল সাড়ে ৫ টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার আমচত্বর মোড় চেকপোস্ট স্থাপন করে বর্ণিত ট্রাকটি আটক করে। এরপর ট্রাকের চালক সোহেল রানা ও তার সঙ্গী আশিক (২০)কে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সন্তোষজনক উত্তর দিতে পারে না। এরপর ট্রাক তল্লাশী করে ৪,৭২,৮৫০ টাকা মূল্যের ২৪৫ টি কার্টুনে ২৪৫০ কেজি বাসুডিন ডায়াজিনন ১০ জি ভেজাল কীটনাশক ঔষধ উদ্ধার হয় এবং তাদেরকে গ্রেফতার করে কীটনাশক বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, ভেজাল কিটনাশক গুলো প্রধান আসামী মাহবুবের। তার নিকট পৌঁছানোর জন্য ট্রাকে ভেজাল কিটনাশক গুলো বহন করছিলেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে আজ বুধবার সকাল সোয়া ৬ টায় অভিযান চালিয়ে আসামী মাহবুবকে তার বাড়ী হতে গ্রেফতার করে ডিবি অফিসে আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাহবুব ভেজাল কীটনাশক ঔষধের অবৈধ ব্যবসার সাথে জড়িত বলে জানান। তিনি আরো জানান, ভেজাল কীটনাশক ঔষধ সংগ্রহ করে মোখলেছুর রহমান (৩০) এবং নওগাঁ জেলার নিয়ামতপুর থানার কামারপাড়া বাজারের রশিদ এন্টারপ্রাইজ এর মালিক কাউছার আলীর (৪৮) মাধ্যমে বাজারজাত করে থাকে। তারা দীর্ঘদিন যাবত এই ভেজাল কীটনাশক ঔষধ অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ পাশ্ববর্তী জেলায় বাজারজাত ও সরবরাহ করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin