নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার ১ নং দর্শনপাড়া ইউনিয়নে দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ, ও জি.আর কর্মসূচির চাল বিতরণ করা হয়। আজ শনিবার পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই চাল বিতরণ করা হয়।
দর্শন পাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী এই চাল বিতরণ করেন। দর্শন পাড়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান রাজ এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন-দর্শন পাড়া ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার ও ইউপি সচিব আব্দুল্লাহিল কাফিসহ অন্যান্য ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, করোনায় মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। অর্থের অভাবে খেটে খাওয়া অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। এই সব মানুষগুলো যেন সমস্যায় না পরে তারজন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে এই চাল বিতরণ করা হয়। বক্তব্য শেষে প্রধান অতিথি ভিজিএফ এর চাল ৬২১ জন ও জিআর ১৮০জনসহ মোট ৮০১জন সদস্যর মধ্যে এই চাল বিতরণ করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান কামরুল হাসান রাজ বলেন, প্রধানমন্ত্রীর উপহার এবং সকল প্রকার অনুদান স্বচ্ছতার সাথে তিনি বিতরণ করে যাচ্ছেন। বিগত দিনেও সরকার থেকে প্রাপ্ত সকল অনুদান সঠিকভাবে অসহায় ও দু:স্থদের মধ্যে বিতরণ করেছেন। তিনি যতদিন চেয়ারম্যান থাকবেন ততদিন এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
করোনা মহামারী থেকে বাঁচতে অত্র ইউনিয়ন বাসীসহ সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান। সেইসাথে বিনা প্রয়্জোনে বাড়ির না যাওয়া, ঈদে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় না যাওয়া এবং অবশ্যই মাস্ক পড়ার প্রতি বিশেষ জোর দেন চেয়ারম্যান।