নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিলুপ্ত ঘোষণা করেছেন।
এ দুই নেতা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এদে আরও বলা হয়, যাঁরা নতুন কমিটিতে সভাপতি কিংবা সাধারণ হতে আগ্রহী তাঁদের আগামী ১০ দিনের মধ্যে ই-মেইলে বা ডাকযোগে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।
এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত জেলা ছাত্রলীগের সম্মেলনে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও মেরাজুল ইসলাম মেরাজকে সাধারণ সম্পাদক করা হয়। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়েছিল জেলা ছাত্রলীগ।