নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দু:স্থ ২০০ জন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ শনিবার বিকেলে নগরীর বনগ্রাম খানকার মোড়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। ১৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা জুয়েল রানা মিঠুর উদ্দোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাবলু সরকার বলেন, লকডাউনের ফলে শ্রমজীবী মানুষরা কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণকে রক্ষা করতেই দেশের অপুরনীয় ক্ষতি স্বীকার করে এই লকডাউন দিচ্ছেন। এই লকডাউন নিয়ে কোন প্রকার বিভ্রান্তি ছড়ানোর কোন অবকাশ নাই বলে জানান তিনি।
তিনি আরো বলেন, দেশের জনগণকে বাঁচাতে সরকার একটি ভ্যাকসিন ৩০০০টাকা করে ক্রয় করে বিনামূল্যে প্রদান করছেন। এছাড়াও গরীব অসহায় মানুষ যেন না খেয়ে না থাকে তার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছেন। আসন্ন ঈদে শহর ছেড়ে কাউকে অন্যস্থানে না যাওয়ার পরামর্শ দেন তিনি। সেইসাথে বাড়ির বাহির আসলে অবশ্যই মাস্ক পরিধান করা এবং টিকা গ্রহন অনুরোধ করেন এই নেতা।
এ সময়ে অন্যদের মধ্যে ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি হানিফ শেখ, সদস্য হাবীব, পাপ্পু, প্রতিবন্ধি স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম, ১৮নং ওয়ার্ড যুবলীগ নেতা আনিুসুল হক স্বপন, পারভেজ হোসেন ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফিরোজ খান ফরহাদসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।