নিজস্ব প্রতিনিধি: করোনার কারনে মানুষ অনেকটাই অসহায় হয়ে পড়েছে। ধাপে ধাপে লকডাউন এবং করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে মানুষ বাড়ি থেকে বেড় হতে না পেরে কর্মহীন হয়ে পড়েছে। ঐ সকল কর্মহীন খেটে খাওয়া অসহায় দু:স্থ ও গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছে রাজশাহীর বেসরকারী উন্নয়ন সংস্থা মানবসেবা অভিযান। সংস্থার পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে একশ বিশ জনকে এক হাজার টাকা করে মোট এক লক্ষ বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল বলেন, মানবসেবা অভিযান সংস্থা জন্মলগ্ন থেকে ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ভাবে জনসেবা করে থাকে। তিনি বলেন, সংস্থার মাধ্যমে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ও বিধবা, প্রতিবন্ধি ভাতাসহ অন্যান্য ভাতা প্রদান অব্যাহত রয়েছে। এছাড়াও কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ, প্রতিবন্ধিদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
এছাড়াও করোনাকালীন সময়ে সংস্থার অনেক সদস্য ও সংস্থার অন্যান্য ব্রাঞ্চ এলাকায় অন্যান্য অসহায়, গরীব মানুষদের কথা চিন্তা করে এবং ঈদকে সামনে রেখে এক কালীন এক লক্ষ বিশ হাজার প্রদান করা হলো। এই ধরনের সেবামুলক কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা। সেইসাথে করোনা থেকে বাঁচতে সরকারী নীতিমালা অনুযায়ী সবাইকে টিকা গ্রহন এবং মাস্ক পরার পরামর্শ দেন তিনি।