নিজস্ব প্রতিবেদক: করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় দু:স্থ ২০০টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বুয়েট শাখা। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর পদ্মাগার্ডেন এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েট ছাত্রদলের সদস্য সচিব আলি আহমাদ। প্রধান অতিথি হিসাবে ভিডিও কলের মাধ্যমে ঈদ সামগ্রী বিতরনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুল রহমান খোকন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্ত্তজা ফামিন, সহ-সভাপতি রাকিব শেখ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক নাভিদ মাকসুদ, সহ সম্পাদক সানি আরাফাত, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবীর।
আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান, রাজপাড়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌফিক ইকবাল খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রিতম, মহানগর ছাত্রদলের সদস্য আলমগীর দেওয়ান শিশির, রিফাত হোসেন সেতু, তানভীর হোসেন ও হুমায়নসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।