স্পোর্টস ডেস্ক : শততম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে মাইলফলকের এই ম্যাচে টস হেরেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। টসজয়ী জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
২০০৬ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল বাংলাদেশের। শততম ম্যাচেও একই প্রতিপক্ষ। হারারে স্পোর্টস ক্লাবের মাইলফলক ছোঁয়া ম্যাচটি স্বাভাবিকভাবেই জয় দিয়ে রাঙাতে চায় মাহমুদউল্লাহরা। সেই লক্ষ্যে শুরুতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ পুরো সিরিজেই পাচ্ছে না তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে। প্রথমজন চোটের কারণে নেই, দ্বিতীয়জন ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন।
তাদের ছাড়াই অবশ্য শক্তিশালী একাদশ গড়েছে বাংলাদেশ। বিশেষ করে, ব্যাটিং লাইনআপ বেশ লম্বা। টি-টোয়েন্টি ক্রিকেটে যেটি সবচেয়ে বেশি জরুরি। তাছাড়া অতীত ইতিহাসও সায় দিয়েছে বাংলাদেশের পক্ষে।
টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টির পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ টি-টোয়েন্টির ৯টিই জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। আফ্রিকার দেশটির কাছে বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি হেরেছিল ২০১৬ সালে খুলনায়। এরপর আরও চারটি ম্যাচ খেললেও কোনটিতেই হারাতে পারেনি জিম্বাবুয়ে। সবমিলিয়ে কোনও দ্বিপাক্ষিক সিরিজে জিম্বাবুয়ে জিততে পারেনি। দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাঁচটি। বাংলাদেশ জিতেছে দুটিতে। জিম্বাবুয়ে সিরিজ জিততে না পারলেও ড্র করেছে তিনটিতে। ম্যাচের আগে অতীত পরিসংখ্যান ও বর্তমান ফর্ম বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলছে।