নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় টিম লিডার জামান হোসেন তালুকদারকে ষড়যন্ত্র মিথ্যা মামলায় উদ্দেশ্যমূলকভাবে হয়রানী করার জন্য গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টায় খুলনা সদর থানা পুলিশ তাঁকে গ্রেফতার করেন।
তাঁর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন ও সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন।
তারা বলেন, জনমানব থেকে বিচ্ছিন্ন বিনা ভোটের সরকার, বিরোধী দলের নেতাকর্মীদের সর্বদা দমন পিড়ন করছে। এই সরকারের পুলিশ লীগের অত্যাচারে জনগণ অতিষ্ট হয়ে পড়েছে। সরকারীভাবে গায়েবী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিরোধীদল ও সাধারণ জনগণকে হয়রানী করছে।
এই সকল হয়রানীমূলক মিথ্যা মামলা ও নির্যাতন থেকে জনগণ এখন মুক্তি চায় বলে জানান তারা। সেইসাথে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ টিম লিডার জামান হোসেন তালুকদারে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অনতিবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন।