নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল জামান । শোক বার্তায় তিনি বলেন, ১/১১ এর সময় প্রায় ২ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন তিনি।
রাজনৈতিক ব্যক্তি হিসেব এলাকায়, সর্বপরি রাজশাহী সিটিতে তাঁর ব্যাপক সুনাম ছিলো। তিনি সর্বদা মানুষের পাশে থাকতেন, সেবা করতেন এবং সবার দু:খে- কষ্টে পাশে থাকতেন। তিনি একজন দক্ষ মানবাধিকার সংগঠক ছিলেন। গুনি এই মানুষটির প্রয়ানে রাজশাহীবাসী একজন দক্ষ অভিভাবক ও সাহসী মানুষকে হারালেন বলে জানান তিনি। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ তাঁর জীবনের সকল গুনাহ মাফ করে দেয়ার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন।
উল্লেখ্য আজ শনিবার দুপুর আনুমানিক ১টার সময় মহানগরীর দরগাপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু। কিডনি রোগে এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শেষে নিজ বাসাতেই ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্যগুণগ্রাহী ও আত্মীয়-স্বজন ও রেখে গেছেন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। ১/১১ এর সময় প্রায় ২ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন তিনি।