নিজস্ব প্রতিবেদক: বিশ্বের ন্যায় বাংলাদেশও করোনাভাইরাসের কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন বাংলাদেশে সংক্রম ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। সরকারী বেসরকারী সকল হাসপাতালে আইসিইউ এর সিট খালি নেই। প্রতিদিন হাজার হাজার রোগির অক্সিজেন সেবা লাগছে। এছাড়াও প্রয়োজন হচ্ছে নিবির পরিচর্যার। সারা দেশের ন্যায় রাজশাহীতেও করোনার দাপট কম নয়। প্রতিদিন দুই অংকের ঘরে লোক মারা যাচ্ছে। সংক্রমণও কম নয়।
রাজশাহীতে গত একদিনে করোনায় মারা গেছেন সতের জন। আর এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৪৫টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩০ দশমিক ৭৮ শতাংশ। এই যখন বাস্তবতা তখন করোনা রোগিদের পাশে দাঁড়ানোর জন্য ফ্রি অক্সিজেন সুবিধা নিয়ে এগিয়ে এসেছে রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান’র নির্দেশে আজ সোমবার (২৬জুলাই) সকাল ১১টায় নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে এই ফ্রি-অক্সিজেন সেবা উদ্বোধন করা হয়। যার হট লাইন নম্বর-০১৭৪৬৮৯০৭৭৬।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনের সভাপতিত্ব করেন। উদ্বোধক ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগী সহ-সাংগঠনিক সম্পাদ ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট।
বিশেষ বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগী সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি।
আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম বুলেট, সদস্য সুব্রত রায়, রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মেরাজ, মহানগর ছাত্রদলের সদস্য রায়হান ইসলাম রুদ্র, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান রিদয়।
এছাড়াও বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলী আজম রিজভী, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসিম মোহাম্মদ রায়হান, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ইফতিখার আলম, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদল নেতা বিশাল রহমান ও বোয়ালিয়া থানা পশ্চিম তারেক পরিষদের সাধারণ সম্পাদক আননাফি খান মনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।