বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুর আলী খান জন্মের পর থেকেই পাপারাজ্জিদের নজর কেড়েছেন। ছোট্ট তৈমুরের কাণ্ডে এবার রীতিমত অবাক তারা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও রীতিমত ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, সাইফ আলী খান মুম্বাইয়ের বাড়ি থেকে বের হচ্ছেন। তার কিছুক্ষণ পর বেরিয়ে আসে তৈমুর। এ সময় মিডিয়ার ক্যামেরায় ভি আঙ্গুল দেখিয়ে পোজ দেয় তৈমুর। এরপরই বলতে থাকে, ‘আমি কি এখন যেতে পারি।’ অনুমতি নিতে নিতে হেঁটে গাড়িতে উঠে যায় তৈমুর!
তৈমুরের এমন আচরণে নেটিজেনদের মধ্যেও বিস্ময় প্রকাশ পেয়েছে। মিডিয়ার কাছে ছোট্ট তৈমুরের অনুমতি প্রার্থনাটা সবাইকে অবাক করেছে। অনেকে তৈমুরের প্রশংসা করছেন।
এদিকে কয়েক মাস আগে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কারিনা। তৈমুরের মতো অতটা লাইমলাইটেও নেই তার ছোট ভাই।