নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রাক্তন ভাইস-চ্যান্সেলর এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক প্রফেসর ড. মর্ত্তুজা আলী ইন্তেকাল করেন( ইন্না—–রাজিউন) । তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার আনুমানিক রাত ২ টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর।
গতকাল মরহুমের প্রথম নামাজে জানাযা সকাল ৮ টায় রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। রুয়েটে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ জানাযায় অংশগ্রহন করেন। এরপর বেলা সাড়ে ১১ টায় গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে দ্বিতীয় নামাজে জানাযা শেষে গ্রামের কবরস্থানেই তাঁকে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ,এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য প্রফেসর ড. মর্ত্তুজা আলী গত ৭ জুলাই বুধবার কোভিড-১৯ নমুনা পরীক্ষা করে পজেটিভ হন। এরপর ৯ জুলাই শুক্রবার ডাক্তারের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি হন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেয়া হয়। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে আইসিইউ থেকে পুনরায় কেবিনে নেয়া হয়। গত ২৫ জুলাই রোববার কেবিনে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৭২ এ নেমে আসে।
এরপর রাত ১১ টায় তাঁর অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৫২ তে নেমে আসে। এ অবস্থায় তিনি রাত ২টায় তিনি মারা যান। প্রফেসর ড. মোঃ মর্ত্তুজা আলী ’র মৃত্যুতে রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ গভীর শোক প্রকাশ করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। রুয়েট ভিসি বলেন, ড. মর্ত্তুজা আলী ছিলেন বিনয়ী , স্বল্পভাষী, সহজ-সরল, ধর্মপরায়ন ও নিবেদিত প্রাণ শিক্ষক যার কৃতিত্ব তিনি রেখে গেছেন তাঁর প্রশাসনিক ও পেশাগত ক্ষেত্রে। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন সুযোগ্য শিক্ষককে হারালাম, জাতি হারালো একজন দক্ষ প্রকৌশল শিক্ষাবিদকে।