নিজস্ব প্রতিবেদক: করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রাজশাহীর ৬৬ জন সাংবাদিক পেয়েছেন ১০ হাজার করে টাকা। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্্রাস্ট থেকে এই অর্থ সহায়তা দেয়া হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল জলিল। তিনি বলেন, সাংবাদিকরা করোনাকালে এই সহায়তা পাওয়া প্রমাণ করে যে, সরকারের সবদিকে নজর আছে। সরকার সবার জন্য কাজ করছে। অনুষ্ঠানে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে ভাবেন। তাঁর দেয়া টাকা এই দুঃসময়ে দেয়া হচ্ছে। এখনও যাঁরা পাননি, তাঁরাও এ সহায়তা পাবেন।
জেলা প্রশাসন আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক তানজিমুল হক। এ ছাড়াও আরইউজের সহ-সভাপতি তৈয়বুর রহমান বক্তব্য দেন। সহায়তাপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন শিরিন সুলতানা কেয়া।