নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আবদুল্লা আল ফারুক কুইককে আহবায়ক এবং জানিবুল ইসলাম জোসি’কে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। বাংলাদেশজাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সিদ্ধান্ত মোতাবেক এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (২৮ জুলাই) জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল এই কমিটির অনুমোদন দেন। অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক রুবেল বিশ্বাস, মিজানুর রহমান মিজু, হাসিবুর রহমান নয়ন, ডা. নাসির উদ্দিন, শামসুজ্জোহা বিদ্যুৎ, আজমল হোসেন, জাহিদ হোসেন, রুহুল আমিন ও মহসিন আলী।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আগামী তিন মাসের মধ্যে ঘোষিত ইউনিটগুলোর অধীনস্থ সকল ইউনিটের কমিটি গঠন করে জেলা স্বেচ্ছাসেবকদল বরাবর প্রেরন করার নির্দেশ দেওয়া হয়েছে। নবনির্বাচিত আহবায়ক আব্দুল্লাহ আল ফারুক কুইক শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং জানিবুল ইসলাম জোসি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম জিয়ার অন্যতম উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী বিভাগীয় টিমের সকল সদস্যবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মিজু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামিউল হক সোহেলসহ সংশ্লিষ্ট সবাইকে শিবগঞ্জ উপজেলার নবগঠিত স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।