নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মরহুম শফিউল বারী বাবু এর প্রথম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে। আজ বুধবার দুপুরে এ উপলক্ষে দোয়া ও খাবার বিতরন করা হয়। দোয়া ও খাবার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহনাগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন।
এসময়ে রিমন বলেন, মরহুম শফিউল বারী বাবু দলের একজন নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর নামে এই সরকার বহু মামলা দিয়েছে। নানাভাবে নির্যাতন করেছে। কিন্তু তিনি কোনদিন অন্যায়ের নিকট মাথা নত করেননি। তিনি একজন জনগণের আদর্শবাদী নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী দল যেমন একজন নেতা হারিয়েছে, তেমনি জাতি একজন সৎ ও নিষ্ঠাবান জননেতাকে হারিয়েছেন।
বক্তব্য শেষে মরহুম শফিউল বারি বাবুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীর রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠেেনর নেতাকর্মীর সুস্থ্যতা, করোনা থেকে মুক্তি এবং দেশবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সমেয় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাহীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাধারণ সম্পাদক আবদেুর রেজা রিপন, সহ-সভাপতি ওয়াদুদ, আনোয়ার হোসেন, সাইদুল ও আনোয়ার হোসেন সেন্টু।
আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন ও শিমুল, সহ-সাধারণ সম্পাদক শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নয়ন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সভাপতি আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদ ও ছাত্রনেতা রবিন ও আসাদসহ মহানগর এবং বিভিন্ন থানা স্বেচ্ছাসেবক দলের অনান্য নেতাকর্মীবৃন্দ।