রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে ২৯ মাসে ফ্ল্যাট হস্তান্তর করলেন সুকর্ণা ডেভেলপারস গোদাগাড়ীতে কর্মী সমাবেশে যাওয়ার সময় বিএনপি নেতাদের উপরে হামলা রাজশাহীতে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহীতে বিএনপি’র প্রতিবাদ মিছিল তানোরের সমাসপুরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন নানা আয়োজনে রাজশাহীতে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার ৩০ প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজশাহীর আদালতে শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নে কৃষক সমাবেশ দূর্গাপুরের জয়নগর ইউনিয়নে কৃষক সমাবেশ যুবদল নেতা রন’র শয্যা পাশে বিএনপি নেতা মিলন

হাত জোড়করে ক্ষমা চাইলেন শাওন

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৯৮ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : ঈদের বিশেষ নাটক ‘ঘটনা সত্য’-তে বিশেষ শিশুদের বাবা-মায়ের ‘পাপ কর্মের ফল’ বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ঈদের এই নাটকটি প্রকাশের পরেই শুরু হয়েছে সমালোচনা। রুবেল হাসান নির্মিত এ নাটকে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। নাটকটির বার্তা নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন দেশের সাধারণ দর্শক। নাটকটি নিয়ে বিক্ষুব্ধ মতামত প্রকাশ করেন আব্দুন নুর তুষার। তিনি বলেন, অশিক্ষা আর বর্বরতা; উজবুকি আর আহাম্মকির চূড়ান্ত নিদর্শন হলো সিএমভির ব্যানারে এক নাটক যেখানে সন্তানের অটিজম স্পেকট্রাম ও অন্যান্য behavioural disorder ও জেনেটিক কন্ডিশনকে মা বাবার পাপের/ভুলের শাস্তি হিসেবে ইঙ্গিত করে দেখানো হয়েছে।

এ নাটকের প্রচার বন্ধ করা উচিত এবং নাটকের কাহিনিকার ও পরিচালক প্রযোজক এর উচিত প্রকাশ্েয ক্ষমা চাওয়া। তথ্য মন্ত্রণালয়ের অবিলম্বে একটি টাস্কফোর্স গঠন করা দরকার যেখানে এ ধরনের বলদদের তৈরি করা কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও বিচার করা হবে। শত শত বাবা-মায়ের মনে এরা কুৎসিত আঘাত করেছে। তিনি বলেন, ‘গর্দভগুলোকে আমার প্রশ্ন, তাদের নিজেদের বাবা-মায়ের কোন পাপে তাদের মতো এ রকম অকাল কুষ্মান্ড জন্ম নিয়েছিল? দেশে একটি সম্প্রচার পর্যবেক্ষণ কমিশন করা দরকার।’ ঠিক সোশ্যাল মিডিয়ায় যখন এই নাটক নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে তখনই ক্ষমা অভিনয়শিল্পী হিসেবে ক্ষমা চাইলেন মেহের আফরোজ শাওন।

শাওন বলেন, আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশ মিডিয়া জগতের একজন অভিনয় শিল্পী, পরিচালক এবং প্রযোজক হিসাবে সম্প্রতি প্রচারিত সিএমভি প্রযোজিত এবং নগদ নিবেদিত, রুবেল হাসান পরিচালিত ঘটনা সত্য নামক অসংবেদনশীল নাটকটির জন্য আমার পরিচিত- অপরিচিত সকল বিশেষ শিশুদের কাছে এবং তাদের মা বাবার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। শাওন বলেন, ‘শিল্পী হওয়া তো দূরের কথা, ভিউ আর ফলোয়ারের পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে আমরা বোধহয় মানুষ-ও হতে পারলাম না! নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে ইউটিউব চ্যানেল থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin