নিজস্ব প্রতিবেদক: ২৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও সাবেক ফুটবলার নূরে আলম বাচ্চু দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় টিকাপাড়া এলাকায় নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার বেলা ৩ টায় তাঁর বাড়িতে উপস্থিত হয়ে অসুস্থতার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। জানা গেছে, নূরে আলম বাচ্চু সহ পরিবার করোনায় আক্রান্ত ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তার করোনা নেগেটিভ হওয়ার পরে সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন।