নিজস্ব প্রতিবেদক: দেখতে দেখতে সময় পার হয়ে যায়। সময়ের সাথে পাল্লা দিয়ে চলে যায় দিন। দিনের পরে দিন চলে যেয়ে আসে মাস। আর মাসের পরে মাস চলে যেয়ে আসে বছর। এভাবেই বছর পার হয়ে চলে এলো বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এর সহধর্মিণী মমতাজ শিরিন দিলরুবা শওকতের প্রথম মৃত্যুবার্ষিকী। আজ পহেলা আগস্ট তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী।
মমতাজ শিরিন দিলরুবা ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় মুন্নুজান হলের সাবেক সভাপতি, রংপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও রাজশাহী চেম্বার অফ কমার্স এর সাবেক সদস্য ছিলেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বিএনপি’র এই নেত্রী এক বছর পূর্বে এই দিনে পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। তিনি ছাত্রজীবন থেকেই শহীদ জিয়া ও জাতীয়তাবাদী দর্শন কে বুকে ধারণ করে জিয়া পরিবারের প্রতি আস্থা রেখে দলীয় কার্যক্রমে নিজেকে যুক্ত রেখেছিলেন। দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মরহুমা দিলরুবা শওকতের অবদান চির স্মরনীয় হয়ে থাকবে।
তার পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।