নিজস্ব প্রতিবেদক: জনসেবায় ভয়েস অব ইউথ এর আয়োজনে বিনামূল্যে রেজিষ্ট্রেশন ও হেলথ চেক আপের আজ রোববার ছিলো দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনেও রেজিষ্ট্রেশন করতে সাধারণ মানুষের ব্যাপক ভীড় দেখা যায়। একদল মানবিক যোদ্ধা এ জনসেবায় ব্যাস্ত সময় পার করছে। অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় করোনা বিষয়ে সংগঠনটির সচেতনতামূলক প্রচারণায় অত্র এলাকার মানুষ আজ টিকা গ্রহণে উদ্বুদ্ধ হয়েছে। সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত নগরীর চন্দ্রিমা থানার মোড়ে এই রেজিষ্ট্রেশন ও হেলথ চেক আপের কার্যক্রম শুরু চলমান থাকে।
উল্লেখ্য গত ৩১ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তোহিদুল হক সুমন ও শহর সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই কার্যক্রম চলমান থাকবে বলে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মাহ্ফুজুর রহমান জানান।