নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নে বিরস্থইল (বিশুর মোড়) এলাকায় এক বৃদ্ধার বাড়ি ভাঙ্গচুর করে উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধ সাহজাহান আলীর ছেলে নাজিম উদ্দিন বলেন, বিরস্থইল মৌজায় খতিয়ান নং- সাবেক ১১২, হাল-৭০২, দাগ নং-সাবেক ৯৮০, হাল-১৬২৪, রকম-ধানী, জমির পরিমান ৫৭ শতকের কাত ৩৩ শতক।
এই জমি তার পিতা সাজাহান আলী ১৯৭২ সালে একই এলাকার আমজাদ আলী মোল্লার নিকট হতে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। এছাড়াও একই দাগের বাকী ২৪ শতক জমি পরে ক্রয় করেন তিনি। এই জমি পরবর্তীতে তার ছেলে নাজিম উদ্দিনের নিকট বিক্রি করেন। নাজিম উদ্দিন অত্র সম্পত্তি নিজের নামে নাম জারী করে খাজনা পরিশোধ করে আসছেন।
নাজিম বলেন, তার বাবা ও মা কোন ছেলের নিকট থাকবেন না। এজন্য তিনি তার এই জমিরি উপর টিনসেড একটি বাড়ি করে দেন। সেখানে তার বাবা-মা বসবান করে আসছেন। ঈদের পূর্বে তার অন্য ভাইদের বাড়িতে বেড়াতে যেয়ে এখনো আসেন নি। এই সুযোগে শফিকুল ইসলাম তার লোকজন নিয়ে বাবার নামে ৩৩ শতক জমি পুরোটা ও তার নিজ নামে যার দাগ নং- দাগ নং-১৬২৪, আরএস খতিয়ান নং-৮৬, জেএল নং-১৩০, রকম- ভিটা, পরিমান- ২৪ শতক, জমির অর্ধেক দখল করে নেয়ার জন্য বাড়িঘর ভাঙ্গচুর করেছে বলে অভিযোগ করেন। সরেজমিনে সেখানে গেলে বাড়িঘর ভাঙ্গচুর দেখা যায়।
নিজামের ঐ বাড়ির পার্শে বসবাসকারী প্রত্যক্ষদর্শী সামসুল আলম, বাবলী ও সুরজাহানসহ অন্যান্যরা বলেন, শনিবার দুপুর ১টার দিকে হঠাৎ করে ১৫-২০জনের একদল লোক এসে অতর্কিতভাবে ঐ বাড়িঘর ভাঙ্গচুর করে টিন, পোল ও অন্যান্য সামগ্রী তাদের বাড়ির সামনে ফেলে যায়। তবে করো নাম জানেন না বলে জানান তারা।
এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ রোববার জমি বুঝিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু শফিকুল ইসলাম লোকজন নিয়ে এসে জমির মাপ মানতে না চাইলে আগামীকাল সোমবার আবার মাপার কথা বলেন ইসমাইল। কিন্তু শফিকুল ও তার লোকজন কোনভাবেই নিজামের প্রকৃত সম্পত্তি বুঝে দিতে চাইছেনা বলে জানান নিজাম।
এই জমি দখল ও বাড়ি ভাঙ্গচুর বিষয়ে জানতে চাইলে আমজাদের ছেলে শফিকুল ইসলাম বলেন, ৫৭ শতক সম্পত্তির মধ্যে তার বাবা সাজাহান আলীর নিকট মাত্র ২৪ শতক জমি বিক্রি করেছেন। অথচ সাজাহান ও তার ছেলেরা পুরো ৫৭ শতক জমি দখল করে খাচ্ছিলো। ২০১৮ সালে তার বাবা আমজাদ আলী ৩৩ শতক জমি তার নামে রেজিস্ট্রি করে দেন। এই জমি তিনি নিজ নামে নামজারী করেছেন। এজন্য তার ৩৩ শতক জমি উদ্ধার করার জন্য তাদের জমির উপর স্থাপিত ঐ বাড়ি ভেঙ্গে ফেলেছেন বলে জানান শফিকুল।