নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ছিনতাই হওয়া অটোরিক্সা এক ঘন্টার মধ্যে উদ্ধার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।সেইসাথে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন তারা। গ্রেফতারকৃতরা হলেন নগরীর মতিহার থানার বাজে কাজলার শামিনুর রহমানের ছেলে আমিনুল ইসলাম শান্ত (২০) ও ফুলতলা কড়ইতলা গ্রামের জমসেদ আলীর ছেলে শাকিব (১৯)।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ২০২১ রাত সাড়ে ৯ টায় রিমনের ভাড়ায় চালিত অটোরিক্সা লক্ষীপুর মোড় হতে কাটাখালী বাজারে আসার জন্য আসামী আমিনুল ও শাকিব ১৫০ টাকা ভাড়া চুক্তি করেন। রিমন অটোরিক্সা করে তাদের নিয়ে রাত ১০.২০ টায় কাটাখালী বাজারে পৌছায়। কিন্তু আসামীরা আরো একটু সামনে এগিয়ে দেওয়ার কথা বলেন রিমনকে। রিমন তাদের নিয়ে কাপাসিয়া বাজার সংলগ্ন রাস্তার পাশে পৌঁছালে আসামীরা অটো চালক রিমনের চোখে বিশাক্ত স্প্রে করে তার অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। এ সময়ে অটো চালক দ্রুত কাটাখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
তার অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা কাটাখালী থানার এসআই আজাহারুল ইসলাম ও তার টিম তাৎক্ষনিক অটোরিক্সা উদ্ধার অভিযানে নামেন। শেষে রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর কাটাখালী থানার মাহেন্দ্র বাইপাসে ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার করেন করেন পুলিশ। সেইসাথে ছিনতাইকারী আমিনুল ইসলাম শান্ত ও শাকিবকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।