নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের ন্যায় ৬নং ওয়ার্ডেও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাসিক ৬নং ওয়ার্ড এর আয়োজনে আই.এইচ.টি-তে অত্র ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময়ে তিনি বলেন, আগামী ৭-১২ তারিখ পর্যন্ত টিকা প্রদান করা হবে। এই টিকা শুধুমাত্র নতুনদের দেয়া হবে। যারা পূর্বে প্রথম ডোজ নিয়েছেন, তাদের এ টিাকা দেয়া হবেনা। ওয়ার্ডবাসীর সুবিধার্থে আজ মঙ্গলবার থেকে ওয়ার্ড কার্যালয় ও ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। ২৫ বছরের উর্ধ্বে সকল নারী পুরুষকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করার আহবান জানান কাউন্সিলর।
তিনি আরে বলেন, লক্ষ্মীপুর প্যারামেডিকেলে ও লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা হতে ১টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে। যারা ম্যাসেজ পাবেন তাদেরকে টিকা কার্ড নিয়ে অত্র কেন্দ্রে যেয়ে টিকা গ্রহন করার জন্য অনুরোধ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই.এইচ.টি এর অধ্যক্ষ ডাক্তার ফারজানা হক, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ.এফ.এম আঞ্জুমান আরা বেগম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুম মনির সবুজ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার ডাক্তার দুরুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।