বিনোদন ডেস্ক : নতুন মিশনে নামছেন কলকাতার নামী পরিচালক সৃজিত মুখার্জি। শ্রী চৈতন্যকে নিয়ে সিনেমা বানাবেন তিনি। তার এই সফরে সঙ্গী হচ্ছেন দর্শকপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ শিরোনামের এই সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন এই নায়িকা।
এদিকে এই সিনেমায় ‘মহাপ্রভু’ হচ্ছেন পরমব্রত। যদিও প্রথমে যীশু সেনগুপ্তকে প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু তিনি সৃজিতকে ফিরিয়ে দিয়েছেন। গুঞ্জন শোনা যায়, এ কারণে অভিনেতার সঙ্গে সৃজিতের সম্পর্কে চিড় ধরেছে। যদিও এ বিষয়ে তারা মুখ খুলেননি।
নতুন এই সিনেমার প্রযোজক রানা সরকার জানান, ‘পাওলি অত্যন্ত গুণী অভিনেত্রী। অনির্বাণের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন। নতুন জুটিকে ব্যবহার করতে চেয়েছি। ছবিতে অভিনবভাবে দেখানো হবে গৌরাঙ্গকে। সৃজিত মুখার্জির নিজস্ব শৈলী তো থাকবেই।’ সূত্র: জি নিউজ