বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় র্যাপার-গায়ক হানি সিংয়ের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী শালিনী তলওয়ার। মঙ্গলবার (৩ আগস্ট) যৌন হেনস্থা, মানসিক নির্যাতন ও আর্থিকভাবে নিগ্রহের অভিযোগে দিল্লির তিস হাজারি কোর্টে স্বামীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন তিনি।
শুধু তাই নয়, শালিনী দাবি করেছেন- হানিমুনের সময় থেকেই তার গায়ে হাত তোলা শুরু করেছেন হানি সিং। এছাড়াও এই গায়কের মদের নেশা ও একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে।
শালিনীর এই অভিযোগের ভিত্তিতে আগামী ২৮ আগস্টের মধ্যে হানি সিংকে তার জবাব দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে আদালত আরও একটি নির্দেশ জারি করেছেন, হানি সিং ও শালিনীর নামে যৌথভাবে যে সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে তা এই সময়ের মধ্যে কোনোভাবেই বিক্রি করা যাবে না।
প্রসঙ্গত, ২০১১ সালে শিখ রীতি অনুযায়ী দিল্লির ফার্ম হাউজে বিয়ে করেন তারা। সে বছরই ককটেল সিনেমায় ‘আংরেজি বিট’ শিরোনামের গান গেয়ে জনপ্রিয় হয়ে উঠেন হানি সিং। এরপর ‘ব্লু আইজ’, ‘হাই হিল’, ‘লুঙ্গি ডান্স’ ও ‘পানি পানি’সহ বহু হিট গান উপহার দিয়েছেন। সূত্র: এই সময়