বিনোদন ডেস্ক : সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তের প্রেমের খবর নতুন কিছু নয়। আগামী সেপ্টেম্বরে মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। যদিও এখনো তার সন্তানের বাবার পরিচয় মেলেনি। নুসরাতের অনাগত সন্তানের বাবা যশ, এমন গুঞ্জনও রয়েছে। অন্তঃসত্ত্বা প্রেমিকার কতটা খেয়াল রাখছেন তিনি?
গেলো বুধবার (৪ আগস্ট) বৃষ্টিভেজা দুপুরে নুসরাতকে নিয়ে লাঞ্চ ডেটে পার্কস্ট্রিটে হাজির যশ। গাড়ি থেকে হাত ধরে নুসরাতকে নামান তিনি। কোনোরকম রাখঢাক না করেই রাস্তা দিয়ে হাতে হাত রেখে হাঁটেন এই প্রেমিক জুটি। অন্তঃসত্ত্বা প্রেমিকার কতটা খেয়াল রাখছেন তা স্পষ্ট বুঝিয়ে দিলেন যশ।
এ সময় নুসরাতের পরনে ছিলো নীল রঙের কুর্তি, চোখে চশমা। একদম মেকআপহীন লুকে দেখা গেছে নায়িকাকে। তার সঙ্গে মিলিয়ে একই রঙের পোশাক পরেছিলেন যশ। তাদের দুজনের মুখেই ছিলো মাস্ক। এরপর পার্কস্ট্রিটের এক নামি রেঁস্তোরায় দুপুরের খাবার সারেন তারা।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন প্রেমিক নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত। তবে দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন তারা। নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এলে নিখিল দাবি করেন এ সন্তানের বাবা তিনি নন। ফলে নেটাগরিকরা ধারণা করেন, এই সন্তানের বাবা অভিনেতা যশ ছাড়া আর কেউ নন। যদিও নুসরাত কিংবা যশ কেউই এই বিষয়ে মুখ খুলেননি।