এস.আর.ডেস্ক: চলতি আগস্ট মাসের পাঁচ দিনেই এক হাজার ২৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২১৮ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে ২০৮ জনই ঢাকার। ঢাকার বাইরের ১০ জন। গত জুলাই মাসে এ বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৫৫ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে এক হাজার ১২ জন। আর বাকি ৪৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩ হাজার ৯০১ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২ হাজার ৮৩৬ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি এখনও মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং একটি মৃত্যুও ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেনি