নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলেুন ও ফেস্টুনন উড়িয়ে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহাফুজুল আলম লোটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিমেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার), বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওয়াহেদুন নবী।
খেলায় শেখ জামাল ক্রীড়া চক্র ১-০গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। জেলা প্রশাসক আব্দুল জলিল ও উপস্থিত অতিথি মিলে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। বিজয়ী দলের আরিফ জয়সুচক গোলটি করেন।