নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকার লেকের পাড় থেকে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কালু মিয়া(৩২) নামে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। কালু মিয়া চন্দ্রিমা থানাধীন জামালপুর এলাকার লাল মোহাম্মদ এর ছেলে বলে জানা গেছে।
আজ সকালে প্রত্যেক দিনের মতো আজও বাড়ি থেকে অটো রিক্সা চালানোর উদ্দেশ্যে বের হয়েছিলো কালু। কিন্তু বেলা ১২ টার সময় লাশ হয়ে ফিরলো তার পরিবারের কাছে। স্থানীয় সুত্রে জানা যায়, কালু মিয়াকে অচেতন অবস্থায় পদ্মা আবাসিকের লেক এর পাশে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখতে পায়।
এসময় কিছু লোক সেখান তাকে থেকে উদ্ধার করে নিকস্থ বারিন্দ্র মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত ব্যক্তির শরীরের অনেক জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে। এলাকাবাসীর ভাষ্যমতে কেবা কারা তাকে মেরে ফেলে ধানক্ষেতে ফেলে রেখে গেছে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বলেন, তাঁরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।
নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।