নিজস্ব প্রতিবেদক: সরকারের ঘোষনা অনুযায়ী অন্যান্য ইউনিয়ন পরিষদের ন্যায় রাজশাহী গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে করোনা ভ্যাকসিন প্রদান শুরু করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলোকছত্র প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম।
এসময়ে তিনি বলেন, সরকারের সর্বশেষ ঘোষনা অনুযায়ী আজ মাত্র একদিনের জন্য টিকা প্রদান করা হয়েছে। ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে এই কার্যক্রম একযোগে শুরু করা হয়েছে। আজকে বয়স্ক ও প্রতিবন্ধিদের অগ্রাধিকার দেয়া হয়। প্রতিটি কেন্দ্রে দুইশ জন করে মোট ছয়শত জন মানুষকে আজ টিকা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী চলতি মাসের ১৪ তারিখ থেকে এক সপ্তাহের জন্য আবারও টিকা দেয়া শুরু হবে। তখন সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণকে টিকা প্রদান শুরু করা হবে বলে জানান চেয়ারম্যান। এ সময়ে তিনটি কেন্দ্রে টিকা নেয়ার জন্য শত শত লোক ভীড় করেন। উপস্থিত জনগণ দ্রুত তাদের টিকার আওতায় আনার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ইউপি সদস্য মজিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজউল করিম, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, রিশিকুল মহিলা লীগের সভাপতি শেফালী মুর্মু, আলোকছত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস ও রিশিকুল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শের আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকগণ।