স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার দারুন বোলিংয়ের সামনে ১২৭ রানে আটকে যায় বাংলাদেশ। এমন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মোস্তাফিজের কাটার-স্লোয়ারের সামনে খেই হারান সফরকারীরা। টানা তিন ম্যাচ হেরে সিরিজ খোয়ানো অস্ট্রেলিয়া বাকি দুই ম্যাচ জয়ের খোঁজে। শুক্রবার ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড তেমনটাই জানালেন।
আজকে চতুর্থ ম্যাচের পর সোমবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। শেষ দুটি ম্যাচ জিততে মরিয়া অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক জানালেন, ‘যেকোনও সময় যেকোনও ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। আমরা সেটা মাথায় রেখেই সিরিজের বাকি ম্যাচ দুটি খেলবো। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুতরাং প্রত্যেকটি ম্যাচই খুব মূল্যবান।’
বোলারদের দারুন পারফরম্যান্সের পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজ হাতছাড়া করেছে অস্ট্রেলিয়া। সুযোগ হাতছাড়া করে ভীষণ হতাশ ম্যাথু ওয়েড বলেছেন, ‘আমাদের বোলাররা দারুণ খেলেছে। ওরাই আমাদের বেশিরভাগ সময় খেলায় রেখেছে। অল্প রানের মধ্যে বাংলাদেশকে আটকে রেখেছে। কিন্তু ব্যাটিং দিয়ে সেই সুযোগ কাজে লাগাতে না পারাটা ভীষণ হতাশাজনক।’
মাত্র ১২৮ রানের লক্ষ্য নিয়ে জিততে না পারাটাই পোড়াচ্ছে অজি অধিনায়ককে, ‘সহজ টার্গেট ছিল। কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি। আমরা জানতাম তাদের শেষদিকের বোলিং সত্যিই কঠিন। তাদের কিছু কিছু বোলার ওভার প্রতি ৪-৫ রানের বেশি দেবে না। সেক্ষেত্রে প্রয়োজনীয় রান রেট যদি ৬-৭ এ চলে যায় তাহলে চ্যালেঞ্জিং হবে।’