নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বাগমারা উপজেরা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও করোনা আক্রান্ত বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনসহ তার পরিবারের সদস্যদের দোয়া মাহফিল হতে সুস্থ্যতা কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন, সদস্য সচিব উজ্জ্বল রহমান, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, সিরাজুল ইসলাম বোরহান, সেলিম রেজা, ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য শামীম রেজা, উপজেলা ছাত্রদল নেতা শাকিল ও পৌর ছাত্রদল নেতা হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবায়দা রহমানের পিতা রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান এর ৩৭ তম মৃত্যুবার্ষিকী এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত এর সহধর্মিণী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় মুন্নুজান হলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মরহুম মমতাজ শিরিন দিলরুবা শওকত এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে বাগমারা উপজেলা ছাত্রদল। দোয়া মাহফিলে বিএনপি নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।