আন্তর্জাতিক ডেস্ক : মাতাল হয়ে টাকা চুরি করতে গিয়েছিলেন তিনি। কিন্তু বিধিবাম উল্টো দেয়াল এবং একটি এটিএমের মাঝে আটকে যান ওই ব্যক্তি। বৃহস্পতিবার মাঝরাতে তামিলনাড়ুর নামাক্কাল জেলার আনিয়াপুরামে এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। ২৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম এম উপেন্দ্র রায়। তার বাড়ি বিহারের পূর্ব চাম্পারনে। তিনি নামাক্কালের পারালিতে একটি পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।
মাতাল অবস্থায় বৃহস্পতিবার মাঝরাতে চুরি করতে চান উপেন্দ্র। একটি এটিএমে গিয়ে দেয়ালে থাকা প্লাইউড খুলে ফেলেন তিনি। এরপর তিনি এটিএম মেশিনের কাছে পৌঁছে যায়। তখন একটি পাথর দিয়ে মেশিন ভাঙার চেষ্টা করেন উপেন্দ্র। এসময় জোরে শব্দ শুনতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এরপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় দেয়াল এবং এটিএম মেশিনের মাঝে আটকে আছেন তিনি। তখন তাকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়। ওইদিনই সন্ধ্যায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় উপেন্দ্রকে। পরে তাকে জুডিশিয়াল কাস্টতে রিমান্ড মঞ্জুর করেন তিনি।