আন্তর্জাতিক ডেস্ক : ম্যাকডোনাল্ড’সের বার্গারের লোভনীয় বিজ্ঞাপন দেখে উপবাস ভেঙেছেন এক নারী। আর তাই কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছেন তিনি। এমন দাবিই করেছেন কেসেনিয়া ওভচিন্নিকোভা নামের রাশিয়ার একজন নারী। খবর নিউইয়র্ক পোস্টের। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, যখন আমি একটি বিজ্ঞাপনের ব্যানার দেখি, তখন আর নিজেকে সামলাতে পারিনি। ওভচিন্নিকোভা একজন অর্থডক্স খ্রিস্টান। খ্রিস্টান বিশেষ ধর্মীয় আচার লেন্টের সময় উপবাসে ছিলেন। কিন্তু ওই বিজ্ঞাপন থেকে উপবাস ভেঙে ফেলেন তিনি।
২০১৯ সালের এপ্রিল মাঝে এ ঘটনা ঘটে। ওমস্কের বাসিন্দা ওভচিন্নিকোভা ওই সময় লেন্টের উপবাসে ছিলেন। লেন্টের সময় ধর্মপ্রাণ খ্রিস্টানরা বেশ কিছু রীতিনীতি পালন করে থাকে। এসময় তারা মাংস বা মাংসজাত, পোল্ট্রি, ডিম এবং ডেইরি পণ্য খাওয়া থেকে বিরত থাকেন। অনেকে আবার উপবাসও করেন এসময়। ওভচিন্নিকোভা বলেন, আমি এক মাস ধরে কঠোর সাধনার সঙ্গে উপবাস করেছি। কিন্তু চিজবার্গার এবং চিকেন নাগেটের লোভনীয় বিজ্ঞাপন দেখে লোভ সামলাতে পারিনি।
তিনি বলেন, আমি ১৬ বছর ধরে নিয়মিত লেন্টের সময় উপবাস থাকি। কিন্তু ওই বিজ্ঞাপন দেখার পর ম্যাকডোনাল্ড’সে যাই এবং চিজবার্গার কিনি। কিন্তু ভোক্তা অধিকার আইন ভঙ্গ এবং তার ধর্মীয় অনুভূতিকে অপমান করায় এখন ম্যাকডোনাল্ড’সের বিরুদ্ধে ১৪ ডলারের মামলা দায়ের করছেন ওভচিন্নিকোভা। তিনি বলেন, ম্যাকডোনাল্ড’সের ওই বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা অধিকার আইন লঙ্ঘিত হয়েছে। আমি এখন ১ হাজার রুবল (১৪) ক্ষতিপূরণ চাই।