নিজস্ব প্রতিবেদক: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের পক্ষ থেকে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে গরীব ও দুস্থ্য মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মানবভোজ বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রেজাউল ইসলাম বাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমনসহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।