নিজস্ব প্রতিবেদক: করোনায় অনান্য জনগণের ন্যায় তৃতীয় লিঙ্গের জনগোষ্টির লোকজনও মারত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ দিনের আলো হিজড়া সংঘের সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা জামাত খান।
এ সময়ে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সহ-সভাপতি পিয়া রানী ও কোষাধ্যক্ষ জুলিসহ অন্যান্য সদস্যগণ। এ সময়ে জামাত খান বলেন, মানুষ মানুষের জন্য। এই সংকটকালীন মুহুর্তে কেউ না খেয়ে থাকবেনা। তিনি যে খাদ্য সামগ্রী দিলেন এটা প্রয়োজনে তুলনায় অপ্রতুল হলেও কাজে লাগবে বলে জানান তিনি। তবে এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে খাদ্যসামগ্রী পেয়ে তৃতীয় লিঙ্গের জনগণ অত্যন্ত খুশি হয়েছেন বলে জানান সভাপতি মোহনা। খাদ্যসামগ্রী দেয়ায় তিনি জামাত খানকে ধন্যবাদ জানান।