নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর আয়োজনে এবং এইচ.ই.এম.এম.সি.আর.পি.আই প্রকল্পের আওতায় বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। আজ সোমবার পবার দামকুড়াহাট সংলগ্ন গরুর হাট প্রাঙ্গনে আদিবাসী ও বাঙালি যুব অংশগ্রহনে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসাউস নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং দামকুড়াহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএলই সুপারভাইজার ম্ইাকেল মান্ড্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কস্তান্তিনা হাঁসদা, রাজশাহী কলেজের প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক থিওটোনিয়াস হেমরম ও এ.ই.এস.সি.ডি.এফ বাংলাদেশ সংস্থার পরিচালক ডেভিট রিচার্ড মুরমু।
বিশ^ আদিবাসী দিবসের এবারের মূল প্রতিপাদ্য বিষয় হলো “কাউকে পিছনে ফেলে নয়, আদিবাসী আধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অধিকারের আহবান।” এই প্রতি পাদ্য বিষয়কে ঘিরে আলোচক গণ আলোচনা করেন। আলোচনায় বক্তাগণ বলেন, আদিবাসীদের অধিকার, যত্ন ও মুলস্রোত ধারার মানুষের সাথে পিছিয়ে পরা আদিবাসী জনগণকে উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে হবে।
আদিবাসী মানুষ হিসেবে সম্মান ও মর্যাদা প্রদান করতে হবে। বাংলাদেশের সকল ভাষা ভাষি মানুষের সাথে সর্ম্পক উন্নয়নে আদিবাসীদের গুরুত্ব দেওয়াসহ বিশেষত বাঙালি ও আদিবাসী মৈত্রী, ভাতৃত্ব ও বন্ধন তৈরীর উপরে গুরুত্ব আরোপ করা হয় এবং আদিবাসী ও অ-আদিবাসী শান্তি বন্ধনের কথা তুলে ধরেন বক্তারা।