শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের বিদ্যমান সমস্যা সমাধানে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহবান মিনুর আগস্টের পরে সবাই ভালো হয়ে গেছে: মিলন রাজশাহীতে যুবদল নেতা হিটলারের সংবাদ সম্মেলন টিটুর উপর হামলার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবি’র উদ্যোগে কোরআন বিতরণ ট্রাক পরিবহন ও সার ব্যবসায়ী নেতা আবুল কালাম’র মুক্তির দাবীতে স্মারক লিপি প্রদান রাজশাহীতে ভোক্তা অধিকার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা রাজশাহীতে তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদলের ইফতার বিতরণ ইউসেপ রাজশাহী অঞ্চলের বিভিন্ন কমিটির সমন্বয় মিটিং ও ইফতার মাহফিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহীর সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাদের প্রত্যাহারে স্মারকলিপি প্রদান

রাজশাহীতে আট বছরের কন্যা শিশুকে যৌন হয়রানীর অভিযোগে আটক:১

  • প্রকাশ সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২১১ বার দেখা হয়েছে
Adult man without pants standing in front of scared little girl indoors. Child in danger

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে আট বছরের এক কন্যা শিশুকে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। যৌন হয়রানকারী ঝাউতলা এলাকার মৃত রজব আলীর ছেলে মনিরুল ইসলাম বরিককে (৫০) রাজপাড়া থানা পুলিশ গ্রেফতারও করেছে। মনিরুল শ্রম অধিদপ্তর রাজশাহীতে কর্মরত আছেন বলে জানা গেছে। এ নিয়ে মেয়েটির মা হাফিজা আকতার বাদী হয়ে আরএমপি রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন।

শিশুটির মা বলেন, প্রতিদিনের ন্যায় তার মেয়ে ইফতি বাড়ির পাশে ঝাউতলা মসজিদ সংলগ্ন পুকুরে সাতার শিখতে যায়। প্রতিদিন তার বাবা ঝাউতলা এলাকার আবু জোবায়ের শশি ঐ পুকুরে মেয়েকে সাঁতার শেখাতে নিয়ে যান। কিন্তু গতকাল সোমবার কাজ থাকায় তিনি যেতে পারেন নি। আর এই সুযোগটা নিয়েছে বরিক। তিনি আরো বলেন, বরিক ইতোপূর্বে আরো বেশ কয়েকটি নারীঘটিত ঘটনা ঘটিয়েছে এবং জনগণের হাতে মারও খেয়েছে। তার শিশু কন্যার সাথে যা করেছে এই রকম ঘটনা আর যেন কারো সাথে ঘটাতে না পারে তার জন্য এই চরিত্রহীন বরিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

ঘটনা সম্পর্কে স্থানীয় রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, বেলা ১১টার দিকে তাঁর ওয়ার্ড কার্যালয়ে সামনে জনগণের হট্টোগোল শুনে তিনি সেখানে যান। যেয়ে জনগণের মুখে এই ঘটনা শোনেন। ততক্ষণে লম্পট মনিরুল ইসলাম বরিককে জনগণ ঘিরে রাখে। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে তিনি থানায় খবর দেন।

রাজপাড়া থানার সেকেন্ডে অফিসার মকবুল হোসেন তার ফোর্স নিয়ে এসে বরিককে গ্রেফতার করে থানায় নিয়ে যান। তিনি আরো বলেন, এই রবিক পূর্ব থেকেই চরিত্রহীন। বিগত দিনেও তিনি একাধিক নারীঘটিত ঘটনা ঘটিয়েছে। জনগণের নিকট মার খেয়ে তার লজ্জা হয়নি। এখন আবার এই ছোট শিশুর দিকে তার নজর গেছে। তিনি বরিকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। মেয়েটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতলের ওসিসিতে ভর্তি করা হয়েছে জানান কাউন্সিলর মতি।

এ বিষয়ে রাজাপাড়া থানা সেকেন্ড অফিসার মকবুল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে তিনি সেখানে যান এবং জনরোষানল হতে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ নিয়ে ভিকটিমের মা বাদি হয়ে একটি অভিযোগ দায়ে করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin