নিজস্ব প্রতিবেদক: আজ আদিবাসী দিবস। সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও স্বাধীন মন্ত্রণালয় গঠনের দাবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২১ উপলক্ষে আজ সোমবার (৯ আগষ্ট) ১১ টায় জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে রাজশাহীর গণকপাড়াস্থ জাতীয় আদিবাসী পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে সকল আদিবাসী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য উত্তম মাহাতো, ছাত্র সদস্য শিউলি মার্ডি ও সঞ্জয় রবিদাসসহ অন্যান্য নেতৃবৃন্দ ও আদিবাসী জনগণ।
সভায় বক্তারা বলেন, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আদিবাসীদের উচ্ছেদ, দেশত্যাগসহ সকল প্রকার নির্যাতন বন্ধ করার দাবি জানান। একই সাথে যেসকল আদিবাসী জাতিগোষ্ঠী সরকারি গেজেট থেকে বাদপড়া আদিবাসীদের অন্তর্ভূক্ত করতে হবে। আদিবাসী শিক্ষার্থীদের ডিজিটাল ক্লাসে অংশগ্রহন নিশ্চিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সরকারিভাবে সরবরাহ করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষকের মাধ্যমে আদিবাসী শিক্ষার্থীদের পড়াশুনায় উদ্ব্দ্ধু বা মনিটরিং করতে হবে। শিক্ষিত বেকার আদিবাসীদের সরকারীভাবে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। করোনা সংকটের কারনে বস্ত্র কারখানায়, শিল্প-কারখানায়, হোটেলে বা রেস্তোঁরা, বিউটি পার্লার, ইমারত নির্মান শ্রমিকসহ বিভিন্ন ক্ষেত্রে হাজার হাজার আদিবাসী কর্মহীন হয়ে পড়েছেন তাদের আলাদাভাবে প্রণোদনাসহ কর্মসংস্থানের ব্যবস্থার দাবি জানান।