নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর হেতম খাঁ এলাকার তমিজ উদ্দির রোেডের বাসিন্দা শাকিল আকতার কিডনি রোগে আক্রান্ত। তার দুইটি কিডনি ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। তিনি এখন নিজ বাড়িতে বসে ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন। শাকিল আকতারের এই অবস্থা দেখে এবং তাকে বাঁচাতে রাজশাহী সিটি কলেজ পড়ুয়া মেয়ে ফাইজা আক্তার সুরমা সামর্থ্যবানদের নিকট রাজশাহীর স্থানীয় একটি পত্রিকায় আর্থিক সহযোগিতা চেয়ে আকুতি জানিয়েছিলেন।
বাবাকে বাঁচানোর এই আকুতি রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমননের চোখে পরে। এ বিষয়ে লিমন বলেন, তিনি বিষয়টি দেখে এবং তার কলেজের একজন ছাত্রীর বাবার এই অবস্থা দেখে সহযোগিতা করার জন্য তাৎক্ষণিক সুইডেন প্রবাসী মাসুদুল হক আফতাবীকে জানান এবং সহযোগিতার জন্য অনুরোধ করেন তিনি। আফতাবী শোনামাত্র তার নিকট টাকা পাঠান।
এই অর্থ তিনি আজ মঙ্গলবার দুপুরে শাকিল আকতারের নিকট পৌঁছে দেন বলে জানান লিমন। তিনি বলেন, এই রোগিকে বাঁচানোর জন্য কিডনি অপসারন ও নতুন কিডনি স্থাপন করা ছাড়া কোন উপায় নাই। নতুন কিডনি স্থাপনে বহু টাকার প্রয়োজন। এ অবস্থায় রোগি এবং রোগির পরিবারের দিকে সহানুভূতিশীল হওয়ার জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করেন।
অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদল নেতা বিশাল রহমান ও বোয়ালিয়া থানা পশ্চিম তারেক পরিষদের সহ-সভাপতি নূর ইসলাম।
আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা, ফাইজা আক্তার সুরমা (মেয়ে) ০১৭১৭১৮২৪১২ (বিকাশ), ০১৭১৭১৮২৪১২ (নগদ), ব্যাংক একাউন্ট, শাকিল আকতার, সঞ্চয়ী হিসাব নং:৪৬২২৭০১০০৮৯৫৩, ক্যান্টনমেন্ট ব্রাঞ্চ, সোনালি ব্যাংক, রাজশাহী।